Welcome to
অবসরোত্তর ছুটি (পিআরএল)-তে গমণ করেছেন কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধ

VISITOR STATISTICS
Current Online 1
Today Total 260
Yesterday Total 349
Week Total 1671
Monthly Total 3578
Grand Total 465780
?>

কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হারুন অর-রশীদ অবসরোত্তর ছুটি তথা পিআরএল-এ গমণ করেছেন। সরকারি চাকুরি বিধি মোতাবেক বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গত ২৭/০৪/২০২৩ খ্রি. দায়িত্বভার অর্পণ করেন। তিনি ১৯৯১ খ্রি. ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজে (বর্তমানে ঈদগাঁহ রশিদ আহমদ কলেজ) অধ্যাপনা শুরুর মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯২ হতে ১৯৯৪ পর্যন্ত কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং ১৯৯৪ হতে ১৯৯৬ পর্যন্ত নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামে শিক্ষকতা করেন। এরপর ১৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৬ সালে তিনি কক্সবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে গত ২৭/০৪/২০২৩ খ্রি. দীর্ঘ ২৭ বছর অধ্যাপনা শেষে কর্মজীবনের ইতি টানেন। তাঁর পিআরএল তথা অবসরোত্তর ছুটিতে গমণ উপলক্ষ্যে শিক্ষক পরিষদের উদ্যোগে ০২/০৫/২০২৩ খ্রি. দুপুর ২ টায় শিক্ষক পরিষদ সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বিদায়ী সহকর্মী জনাব মোঃ হারুন অর-রশীদের বর্ণাঢ্য চাকুরিজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রিদুয়ানুল করিম, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাং রেজা খান হেলালী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ হারুন অর-রশীদ এর কর্মকাল ও জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।