Welcome to
কক্সবাজার সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শ

VISITOR STATISTICS
Current Online 3
Today Total 259
Yesterday Total 349
Week Total 1673
Monthly Total 3579
Grand Total 465776
?>

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর শিক্ষক-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সকাল ১০ টায় জাতীয় শোক দিবস- ২০২২ পালন কমিটির আহবায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ২০৪ নং কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। উক্ত আলোচনা সভা পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান। এছাড়া শিক্ষার্থীদের দেয়া দাবি মতে বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরাল নির্মাণের ঘোষণা দিয়ে বলেন- “ম্যুরাল তৈরির বিষয়টি পূর্ব থেকে আমাদের পরিকল্পনায় আছে এবং শীঘ্রই এর বাস্তবায়ন করা হবে”। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অলক চক্রবর্তী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হারুন অর রশীদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী, বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিবুল ইসলাম মোঃ মোস্তাক, আশরাফ হোসেন হৃদয়, নুরুল আবরার সাকিব, সৈয়দ সাফাওয়া সজিব ও আসিফুল করিম আসিফ। আলোচনা সভায় “বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শোকাবহ আগস্ট” শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফ্ফর আহমদ এবং "কাঠের নৌকা" শীর্ষক কবিতা আবৃত্তি করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। আলোচনা শেষে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। বাদ জোহর ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কলেজ জামে মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে মুসল্লিদের মাঝে তবরুক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শোক দিবস-২০২২ পালন কমিটির সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মধুছন্দা দেওয়ানজী।